সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি:বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল কাজী এনামুল হক অভির। এ স্বপ্ন ছিল তার ছোটবেলা থেকেই। তাই ছোটখাটো কোনো চাকরিতে আবেদনও করতেন না। এরই মধ্যে গত বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন মেধাবী এই শিক্ষার্থী।
ঢাকা সিটি কলেজ থেকে বিবিএ পাস করা অভি প্রায়ই তার মা-বাবাকে বলতেন- ‘দেখো, তোমাদের এই ছেলে একদিন বিসিএস অফিসার হবে।’ ছেলের সেই স্বপ্নের কথা বলে এখন বিলাপ করছেন মা আখিমন বেগম ও বাবা কাজী মোতালেব হোসেন।
পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের কৃষক মোতালেবের দুই ছেলে, দুই মেয়ের মধ্যে অভি দ্বিতীয়। আগামী বিসিএস পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা ছিল।
ভাতিজা কাজী রাজিব জানান, সেদিন দাঁতের চিকিৎসা করাতে চকবাজারের আল-মদিনা মেডিকেল ও ডেন্টাল হাসপাতালে যান তার চাচা অভি। এর পর থেকে তিনি নিখোঁজ। পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার লাশ শনাক্ত করা হয়।
অভির বাবা আহাজারি করতে করতে বলেন, ছেলের একটাই স্বপ্ন ছিল- সে একদিন বিসিএস ক্যাডার হবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই চিরবিদায় নিল!
মা আখিমন বেগম বলেন, ছেলেটা বলত- মা, আমি একদিন বিসিএস অফিসার হবো এবং তোমাদের মুখ উজ্জ্বল করব। আর এই অল্প বয়সেই ছেলেটা বুক খালি করে চলে গেল! এখন কী করে বাঁচব- বলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি।
Leave a Reply