রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ প্রায় ৩৩ ঘণ্টা পার হলেও বিষখালী নদীর চরে আটকা পড়া লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের চরপালট গ্রামের বিষখালী নদীর চরে আটকা পড়ে লঞ্চটি।
ঢাকা থেকে ৪৩৪ যাত্রী নিয়ে বরগুনা যাওয়ার পথে শাহরুখ-২ নামে আরেকটি লঞ্চ ওভারটেক করতে গিয়ে ডুবোচরে উঠে যায় ঢাকা-বরগুনা রুটের অভিযান-১০।
লঞ্চের মাস্টার মো. মাসুদ আলম বলেন, শুক্রবার মধ্য রাতের জোয়ারে নদীর পানি বাড়ার পর অনেক চেষ্টা করেও লঞ্চটি সরানো সম্ভব হয়নি। বরং ইঞ্জিন ভাইব্রেটের কারণে লঞ্চের তলা মাটির নিচে দেবে যাচ্ছে।
ঢাকা থেকে ছেড়ে আসা অভিযান-১০ ও শাহরুখ-২ লঞ্চ পাশাপাশি পাল্লা দিয়ে বরগুনা যাচ্ছিল। চলতে চলতে ঝালকাঠির রাজাপুরে এসে শাহরুখ-২ লঞ্চকে পাশ কাটিয়ে পেছনে ফেলে যাওয়ার সময় অভিযান-১০ লঞ্চটি বিষখালী নদীর চরে উঠে যায়।
বড়ইয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সুরুজ বলেন, সকালে আমরা লঞ্চটি চরে আটকে থাকতে দেখে ট্রলারে করে যাত্রীদের পাড়ে আনতে সহযোগিতা করেছি। লঞ্চ কর্তৃপক্ষ সবাইকে ভাড়ার কিছু অংশ ফেরত দিয়েছে।
তিনি আরো বলেন, জোয়ারের পানিতেও লঞ্চ নদীতে নামানো সম্ভব না। আগামী পাঁচ-সাতদিন পর বড় জোয়ার এলে সম্ভব হতে পারে। এক্ষেত্রে উদ্ধারকারী জাহাজ হামজা বা রুস্তমকে প্রয়োজন।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সালাহউদ্দিন বলেন, যাত্রীরা সবাই উদ্ধার হওয়ায় আমাদের আর কিছু করার নেই।
Leave a Reply