শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক//
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা শিশু একাডেমী কর্তৃক আয়োজিত ও বাবুগঞ্জ উপজেলা প্রশাসন এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ শেখ রাসেল’র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার মোঃ আনিচুর রহমান সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মরিয়ম বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, উপজেলা শিশু একাডেমী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা মোঃ জাকির হোসাইন, উপজেলা সোনালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ মহসিন আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উপজেলা বন কর্মকর্তা মোঃ সালাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মালিক, মোঃ হালিম হাওলাদার, আব্দুল মালেক খান প্রমূখ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার বলেন, কনিষ্ঠ পুত্র শেখ রাসেল কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যান্ত ভালোবাসতেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাঁকেও হত্যা করেছিল। এই বাংলাদেশে খুনিদের বিচার হওয়ায় আমরা জাতি হিসেবে কলঙ্কমুক্ত হয়েছি। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। মানবিক চেতনা সম্পন্ন মানুষরা শহীদ শেখ রাসেলের বিয়োগ দুঃখ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণদের মুখে হাসি ফুটাতে প্রতিশ্রতিবদ্ধ।
Leave a Reply