শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জে পূর্বে শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশালের এয়াপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে প্রকাশ, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মধ্য কিসমৎ এলাকায় মৃত মোঃ আফছার আলী মোল্লার পুত্র মোঃ মনির হোসেন মোল্লা গত বছর স্থানীয় শাহে আলম মৃধার একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছে।
গত শনিবার গভীর রাতে স্থানীয় ইসমাইল হাওলাদারের পুত্র মোঃ হানিফ হাওলাদার ও সুজন হাওলাদার এবং মোঃ মোস্তফার পুত্র মোঃ নয়ন দলবল নিয়ে মোঃ মনির হোসেন মোল্লা পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে এয়ারপোর্ট থানার এসআই আবু সাইদ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছে। এদিকে অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে অভিযোগটি প্রত্যাখান করে সাজানো নাটক বলে আখ্যা দেওয়া হয়েছে।
Leave a Reply