রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের চাঁদপাশায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সহযোগী সংগঠন খেতমজুর ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ই নভেম্বর বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন এর জনসভা সফল করার লক্ষে করণীয় বিষয় নিয়ে এই আলোচনা সভা করা হয়। এসময় বশির আহাম্মেদ সিকদারকে আহব্বায়ক ও রাবেয়া বেগম,কমলা বেগমকে যুগ্ন আহব্বায়ক করে ঘটকের চর ইউনিট খেতমজুর ইউনিয়নের ১১ সদস্য বিশিষ্ট্য আহব্বায়ক কমিটি গঠন করা হয়। শুক্রবার বিকালে ঘটকেরচর সিকদার বাড়ীর উঠানে খেতমজুর ইউনিট কমিটির আহব্বায়ক বশির সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টিও সম্পাদক টিএম শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির চাঁদপাশা ইউনিয়ন শাখা-১ এর সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার ,শাখা-২এর সম্পাদক শাহ আলম শরিফ,সদস্য কামাল হোসেন,খেত মজুর নেতা শামছুল হাওলাদার,ইসমাইল হাওলাদার প্রমুখ। বক্তারা ১১ তারিখের জনসভা সফল করার জোর দাবি জানায়।
Leave a Reply