রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
বাউফল প্রতিনিধি ॥
পটুয়াখালীর বাউফলে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে মামুন গাজী (৩০) নামের এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) এমন ঘটনা ঘটেছে উপজেলার কনকদিয়া ইউনিয়নের বীরপাশা মন্দিরের সামনে। খোজ নিয়ে জানা যায়, নিহত মামুনের অষ্টম শ্রেনী পড়ুয়া ভাগ্নীকে একই এলাকার সেলিম মুন্সির ছেলে মিরাজ ইভটিজিং করে আসছিলে। এই নিয়ে মামুনের সাথে সেলিম মুন্সির কথা কাটাকাটি হয়। এক পর্যায় সেলিম মুন্সিকে মারধর করেন মামুন গাজী।
তিনি বর্তমানে ঢাকাতে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় বাউফল থানায় একটি মামলা ধায়ের করা হয়েছিল। ওই ঘটনার জের ধরে সেলিম মুন্সির ছেলে মিরাজসহ একটি সংঘবন্ধ চক্র মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আনার পথে মারা যায়। মটোরচালক জহিরুল ইসলাম জানায়, তার গাড়ীতে করে মামুন ও তার দুই চাচাতো ভাই তালতলীতে প্রধানমন্ত্রীর জনসভায় রওনা হয়েছিলো।
এ ব্যাপারে বাউফল উপজেলা ছাত্রলীগের সভাপতি (একাংশ) সাইদুর রহমান হাসান সাংবাদিকদের জানায়, নিহত মামুন গাজী কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারন পদে ছিলো। এ প্রসঙ্গে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে কি না তা তদন্ত করে দেখা হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা বের করা হবে।
Leave a Reply