শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের দিন ৭ জানুয়ারি (রোববার) সকাল ৭টার মধ্যে ভোট কেন্দ্র দখল করার হুমকি দেওয়ায় বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
৪ জানুয়ারি (বৃহস্পতিবার) বরিশাল নগরীর বিএম স্কুল মাঠে নির্বাচনী প্রচারণায় হুমকি দেন তিনি। বরিশাল সদর আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ শিবলী নোমান খান এই কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
জানা গেছে, ৪ জানুয়ারি বরিশাল নগরীর বিএম স্কুল মাঠে সালাহউদ্দিন রিপনের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভোটের দিন সকাল ৭টার মধ্যে সদর উপজেলার সমস্ত কেন্দ্র দখল করে নেবেন ও মহানগর আওয়ামী লীগের নেতারা বরিশাল সিটি করপোরেশনের সমস্ত নির্বাচনী কেন্দ্র দখলে নেওয়ার হুমকি দেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপন। এতে আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে।
কেন সালাহউদ্দিন রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই কারণে আজকের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
Leave a Reply