মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন
ববি প্রতিনিধিঃ মো. তরিকুল ইসলাম।।আজ মঙ্গলবার বেলা ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়গামী বিআরটিসি দ্বিতল বাসের সাথে মাহিন্দ্রর সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মারা যান ৩ জন এবং ৩ জনকে গুরুতর আহত অবস্থায় শেবাচিম হাসপাতালে নেয়া হলে আরো ১ জনের প্রাণহানি ঘটে, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায় নি।
ঘটনাসূত্রে জানা যায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নথুল্লাবাদ বাস ডিপো থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য বিআরটিসি’র তিনটি বাস ছেড়ে আসে এবং নথুল্লাবাদ বাস স্টপেজ থেকে শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করলে বিআরটিসি’র বৈকালি নামক একটি বাসের সাথে মাহিন্দ্রর সংঘর্ষ হয়।
ঘটনার পরপরই এসে হাজির হয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং আহতদের উদ্ধারকাজে তৎপর হয় তারা।
শরীফুল ইসলাম নামক এক প্রতক্ষ্যদর্শী বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসটি নথুল্লাবাদ থেকে শিক্ষার্থীদের নিয়ে ছেড়ে আসছিলো এবং মাহেন্দ্রাটি রুপাতলী থেকে নথুল্লাবাদের উদ্দেশ্য আসছিল। নজরুল ইসলাম সড়ক সংলগ্ন সি এন্ড বি রোড মুখমুখি সংঘর্ষ হয়।মাহেন্দ্রাটি ভুল রাস্তা দিয়ে গিয়ে প্রবল গতিতে গেলে বাসের সাথে সংঘর্ষ হয়।মাহেন্দ্রতে একজন মহিলা এবং একজন বৃদ্ধসহ মোট ছয় জন ছিলেন।বৃদ্ধ লোকটি ঘটনাস্থলেই মারা যান।
উল্লেখ্য বাসটি যেহেতু ববির নিজস্ব বাস নয়, এটি ববি দৈনিক চুক্তিতে বিআরটিসির কাছ ভাড়া নিয়ে থাকেন তাই প্রাথমিকভাবে এ ঘটনার দায় ববি প্রশাসনের নেই বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।
Leave a Reply