শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে আরো ৮/১০ জন।
বৃহষ্পতিবার (১১ অক্টোবর) বেলা ২ টার দিকে গৌরনদী উপজেলার বাইচখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদ্বয়ের মধ্যে লিটন রাঢ়ী (৪২) নামে একজনের পরিচয় পাওয়া গেছে তিনি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার বাসিন্দা। অজ্ঞাত পরিচয়ে অপর নিহতের বয়স আনুমানিক ৫০ বছর।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, মাওয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে বিএমএফ পরিবহনের একটি বাস যাচ্ছিলো। পথিমধ্যে গৌরনদীর বাইচখোলা নামক স্থানে পৌছালে গাড়িটিতে যান্ত্রিক (ব্রেক) ত্রুটি দেখা দেয়। তাৎক্ষনিক গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমরে-মুচরে যায় এবং ঘটনাস্থলে ২ বাস আরোহী নিহত হন। পাশাপাশি আরো ৮-১০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের উদ্ধার করে গৌরনদীর আশোকাঠি হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পর মাহসড়কে যানবাহন চলাচলে সাময়িক সমস্যা সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply