সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
রিয়াজ মাহামুদ আজিম॥ বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে দুস্থদের মধ্যে চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে জাগুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল দশটা থেকে চাল বিতরন শুরু করেন ৬ নং জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরি। সদর উপজেলার ৬ নং জাগুয়া ইউনিয়নে ১৭০ জন দুস্থদের মধ্যে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হচ্ছিলো। এ সময় চুন্ডিপাড়া গ্রামের জাগুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ বাবুল হাওলাদার ভিজিডি কার্ডে ৩০ কেজি চালের পরিবর্তে ২৫ কেজি বিতরণের অভিযোগ এনে বিতরণ বন্ধ করার চেষ্টা করেন। তিনি ভিজিডি কার্ডধারীদের সরকারি নির্দেশ মোতাবেক ৩০ কেজি চাল বিতরণের দাবি করলে ইউনিয়ন পরিষদ চত্বরে উত্তেজনা শুরু হয়। এ সময় চাল নিতে আসা ওয়ার্ডে শতাধিক লোক ইউনিয়ন পরিষদ চত্বরে জমা হয়ে ভিক্ষোভ করেন।
ঘটনা স্থান পরিদর্শন করে কোতয়ালী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এদিকে উত্তেজনা আরো ছড়িয়ে পড়লে বিতরণ কার্যক্রম সাড়ে এগারোটার সময় বন্ধ করে ইউপি চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরি দ্রুত পরিষদ থেকে সটকে পরেন। প্রতিবার দুস্থদের চাল কম দেয়া হলে আজ বিক্ষোভ করেন ওয়ার্ডবাসী।
চাল বিতরণের অনিয়মের কথা জানতে চাইলে সদর উপজেলার ইউএনও মোশারেফ হোসেন বলেন, বিষয়টি আমি সকালে শুনেছি। জাগুয়া ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরির কাছে জানতে চাইলে তিনি বলেন, ৩০ কেজির বস্তা হিসেবে যে ভাবে চাল আসে সে ভাবেই আমরা বিতরণ করি। গুদাম থেকেই চাল কম আসে। আমার এলাকায় একটি চক্র আছে তারা আমার বিরুপ হয়ে সাধারন মানুষদের ভুল বুঝিয়ে থাকেন। এমত অবস্থায় জাগুয়া ইউনিয়নে থমথমে বিরাজ করছে।
Leave a Reply