সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
তরিকুল ইসলাম; ববি প্রতিনিধি॥ সমকাল সুহৃদ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা খাজা আহমেদকে সভাপতি ও তৌফিক ওহিকে সাধারণ সম্পাদক করে ২০২০-২১ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ২য় তলায় এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদের উপদেষ্টা শিক্ষক, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসেন ফয়সাল, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন মিত্র ও সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি।
সভায় সংগঠনের উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল বলেন, সমকাল সুহৃদ সমাবেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি আলোড়ন সৃষ্টিকারী সংগঠন। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরুর পর থেকেই বিভিন্ন কাজের মাধ্যমে তাদের প্রমাণ করে গেছেন। তারা শুধু বিশ্ববিদ্যালয় নয় বিভিন্ন সময় দেশের বিভিন্ন সংকটের মুহূর্তেও মানুষের পাশের দাড়িয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো বন্যার্তদের মাঝে সহায়তা প্রদান। আর এই সংগঠনের সাথে আমি প্রথম থেকেই জড়িত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন মিত্র বলেন, সমকাল সুহৃদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম সংগঠন। এটি বিভিন্ন ধরনের ব্যতিক্রমী ধর্মীয় কাজের মাধ্যমে তাদের অস্তিত্বকে প্রমাণ করে যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন দিবস গুলো তে তাদের এই কার্যক্রম লক্ষনীয়।
এসময় সমকাল বরিশাল ব্যুরোর প্রধান পুলক চ্যাটার্জি ভবিষ্যতে যাতে সংগঠনটি আরো ব্যতিক্রমী ধর্মীয় কার্যক্রমের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সকল সুহৃদ নিজেকে মেলে ধরতে পারেন এর জন্য বিশ্ববিদ্যালয় থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সংগঠনটি মুজিব বর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ব্যতিক্রমী ধর্মীয় কাজের মাধ্যমে দেশেকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি গাজী হাদিউজ্জামান, তানজিলা তানিয়া আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকি, আমিনুল ইসলাম আশিক, সাংগঠনিক সম্পাদক আবির আজম, সহ- সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক অনুপ মজুমদার, সহ-অর্থ সম্পাদক মুরসালিন ইসলাম, দপ্তর সম্পাদক মাইনুদ্দিন আহমেদ, সহ- দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম আরিফ, সাহিত্য সম্পাদক মাসুদ রানা, সহ -সাহিত্য সম্পাদক অর্দিতি সপ্তর্ষী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রহমান ফিদা, পাঠচক্র সম্পাদক সাব্বির আল বায়েজিদ, সহ -পাঠচক্র সম্পাদক ফাহিম মন্তাসির, সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, সহ- সাংস্কৃতিক অতিথি বিশ্বাস, ক্রীড়া সম্পাদক নাভিদ নাসিফ রাকিন, সহ -ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক ফারহানা ইয়াসমিন, সহ- সমাজকল্যাণ সম্পাদক তন্নি মিশু, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসিব আল হাসান, সহ -বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল, নারী বিষয়ক সম্পাদক মেহেরিন তাসরিন মিম, সহ- নারী বিষয়ক সম্পাদক মিনুয়ারা নাজমিন মুক্তা, পরিবেশ সম্পাদক ইমরুল কায়েস, সহ -পরিবেশ সম্পাদক আসমাউল হুসনা, কার্যনির্বাহী সদস্য সুজন, রাজিবুল ইসলাম এবং আয়েশা সিদ্দিকা নির্বাচিত হয়েছেন।
এরপরে নব নির্বাচিত কমিটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপাচার্য সবাইকে অভিনন্দন জানান এবং সংগঠনের সকল সদস্যকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানান।পাশাপাশি সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply