বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলায় মনির ও চরফ্যাশনে মো. মোরশেদ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ভোলা সদরে নৌকা মনোনীত মনিরুজ্জামান মনির ১৬ হাজার ৯৯ ও মো. মোরশেদ নৌকা প্রতীকে ১৪ হাজার ৯১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনে ভোলা সদর ও চরফ্যাশন পৌরসভা নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। দুই পৌরসভায় মোট ভোটার রয়েছে ৬৩ হাজার। ভোলা পৌরসভায় ৩৬ হাজার ও চরফ্যাশন পৌরসভায় রয়েছে ২৭ হাজার ভোটার।
এদিকে সকাল থেকেই সুন্দরভাবে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। কোনো ধরনের অরাজকতার খবর পাওয়া যায়নি। তবে ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হারুন অর রসিদ নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
দুই পৌরসভায় নির্বাচিত মেয়রদের ভোলা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
Leave a Reply