বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হিলি স্থলবন্দর সীমান্তের ওপারে পেঁয়াজ বোঝাই দুই শতাধিক ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকে পড়ে আছে। এ পেঁয়াজগুলোকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত। তবে আজ বুধবার থেকে শর্তসাপেক্ষে এসব পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো বাংলাদেশে পুনরায় প্রবেশ করবে।
শর্তটি হলো- পূর্বের খোলা এলসির ঋণপত্রের বিপরীতে সীমান্তের ওপারে আটকে পড়া পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশ করবে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
দিল্লিতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি পর্যায়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে জানিয়েছেন দেশের পেঁয়াজ আমদানিকারকরা।
Leave a Reply