শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চুয়াডাঙ্গায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাজিমউদ্দিন বিশ্বাস (৬৯) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা পৌরসভার সাদেক আলী মল্লিক পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন সময় ওই গৃহবধূকে (২২) অশ্লীল কথাবার্তাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন নাজিমউদ্দিন। বিষয়টি শাশুড়ি ও স্বামীকে জানালেও তারা চুপ ছিলেন এবং এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। সোমবার সকালে তিনি রান্নাঘরে কাজ করছিলেন। এসময় শ্বশুর তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন এবং ধর্ষণচেষ্টা চালান। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং নাজিমউদ্দিনকে আটক করেন। পরে শ্বশুরকে আসামি করে মামলা করেন ওই নারী।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply