রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
স্বরূপকাঠি প্রতিনিধি॥ অবশেষে পিরোজপুরের স্বরূপকাঠিতে অভাবের কারণে বিক্রি হওয়া ১৮ দিন বয়সের শিশুটি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে তাকে উদ্ধার করে শিশুর পিতা পরিমল ও তাঁর স্ত্রীর কাছে জিম্মায় দেওয়া হয়েছে।
জানা গেছে, প্রতারকচক্রের নারী সদস্যকে চাপ প্রয়োগ করে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে পুলিশ ওই নারী ও শিশু ক্রেতা দম্পতির নাম প্রকাশ করেনি।
১৬ দিন আগে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দুর্গাকাঠি গ্রামে অভাবের কারণে ১৮ দিন বয়সী দুধের শিশুকে বিক্রি করে দিয়েছেন এক দম্পতি। স্থানীয় দুই ব্যক্তির মধ্যস্থতায় শিশুর বাবা এক লাখ ৬৫ হাজার টাকায় সন্তান বিক্রি করেন ঢাকার এক পরিবারের কাছে। তবে ওই দুই ব্যক্তি শিশুটির পরিবারকে মাত্র ১০ হাজার টাকা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুর্গাকাঠি গ্রামের ওই ব্যক্তি এ মধ্যস্থতা করেন বলে জানিয়েছেন শিশুটির বাবা।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নিয়ে ঢাকা থেকে শিশুটিকে উদ্ধার করে বিজ্ঞ আদালতের পরামর্শক্রমে শিশুটিকে পিতা-মাতার কাছে জিম্মায় দেওয়া হয়েছে। রবিবার আদালতে পাঠানো হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply