সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় বৃদ্ধ দম্পতিসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ হামলায় আব্দুল বারেক হাওলাদার (৮০), তার স্ত্রী নাছিনা বেগম (৭০), ছেলে নান্নু হাওলাদার (৩০), পুত্রবধূ রুবি বেগম (২৫) এবং ছেলে শহিদুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আব্দুল বারেক হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।
আহত বারেক হাওলাদারের জামাতা মিলন গাজী জানান, আমার শ্বশুর বারেক হাওলাদারের সাথে তার ভাইয়ের ছেলে রহিম হাওলাদারের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধ নিস্পত্তিতে তিনি (বারেক হাওলাদার) আইনের আশ্রয় নেন। এতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে তার ভাইপো রহিম হাওলাদারের নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ তাদের ওপর হামলা চালান। এসময় তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন।
তিনি আরো জানান, ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। বিরোধ নিম্পত্তিতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়। এ ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন।
ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. শামীম আহম্মেদ জানান, জমি নিয়ে বিরোধের জেরে ওই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
Leave a Reply