শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি: শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে পাথরঘাটা পৌরসভার উকিল পট্টিতে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। ঘটনায় বিটুল মোক্তারের ঘর ও তার ভাড়াটে দোকানদার রাজু কম্পিউটার মেকানিকাল এর দোকানসহ ৩টি স্টুডিওর দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। অগ্নিকান্ডে পুড়ে যায় মুক্তা ডিজিটাল স্টুডিও, সততা ডিজিটাল স্টুডিও, রাজু কম্পিউটার মেকানিক্যাল স্টোর ও স্টুডিও সহ দুলাল মালাকরের বসত ঘর ও এবং দুটি উকিলের চেম্বার, ১টি হোটেল পুড়ে এবং পরিস্থিতিতে তছনছ হয়ে যায়।
মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনাটি কিভাবে ঘটল তা এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিস এর সদস্য এবং স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ এক ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পড়ে যাওয়া ব্যবসায়ী এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোন সংস্থা দিয়ে কোন ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেয়া হয়নি।
Leave a Reply