বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন
পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পাথরঘাটা সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে এই পরিচিতিসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারজানা সবুর রুমকি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ,আলমগীর হোসেন , সাধারন সম্পাদক আ্যাডভোকেট জাবির হোসেন, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির আন্তর্জাতিক বিষয়ক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি সুখরঞ্জন শীল ও সাধারন সম্পাদক খোকন কর্মকার।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ উদযাপন পরিষদ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি অরুন কর্মকার এবং অনুষ্ঠান সঞ্চালন করেন সাধারণ সম্পাদক রাজীব মৃধা বিটুল।
উল্লেখ্য এই পরিষদের সাবেক সভাপতি অরুণ কর্মকার ও সাবেক সাধারণ সম্পাদক রাজিব মৃধা বিটুল কে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক করে আবারও একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply