রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
আরিফ বিল্লাহ নাছিম, কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি: সদ্য ঘোষিত মহিপুর থানা ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে রবিবার সকাল ১১টার দিকে এ মিছিলটি করা হয়। মিছিলটি মহিপুর বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল সেতু পার হয়ে আলীপুর আসে। সেখান থেকে ফিরে দলীয় অফিসে গিয়ে সমাবেশে মিলিত হয় বিক্ষোভকারীরা।
এসময় মহিপুর থানার ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সভাপতি মোঃ শোয়াইব খান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজ ভূইয়া, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেল, রিয়াজ, মহিবুল্লা, জুয়েল, তানিম আকন, রেজাউল আকন, হাসান হাওলাদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা জুয়েল রানা, কলাপাড়া পৌর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান দিপুসহ শতাধীন নেতাকর্মী।
মহিপুর ছাত্রলীগের দলীয় অফিসের সমাবেশে বক্তব্যকালে সভাপতি মো. শোয়াইব খান বলেন, আমার পরিবারের কেউ অন্য দলের রাজনীতির সাথে জড়িত না। ছাত্র রাজনীতিতে ত্যাগের বিবেচনায় জেলার নেতারা আমাকে মহিপুরে নেতৃত্ব দেয়ার সুযোগ দিয়েছে। কোন টাকা পয়সার লেনদেন এখানে হয়নি। এসকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক। তাই পদবঞ্চিতরা মিথ্যা অভিযোগ তুলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি ছাত্রলীগকে সুসংগঠিত করে নেতৃত্ব দিবো। ছাত্রলীগ একটি বৃহত্তর সংগঠন, এখানে অনেকে পদ প্রত্যাশী, সবাই তো আর গুরুত্বপূর্ণ পদ পাবে না।
নব গঠিত কমিটির মহিপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.সাইদুর রহমান সবুজ ভূইয়া বলেন, আমার পিতা দীর্ঘ দিন ধরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতি করে আসছেন। তাছাড়া একই পরিবারের লোক ভিন্নভিন্ন দলের সাথে জড়িত থাকতেই পারে। তবে আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতি করছি। যারা বিভিন্ন সময় ছাত্রলীগের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা করছে তারাই মিথ্যা অভিযোগ তুলছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর মো.শোয়াইব খানকে সভাপতি ও সাইদুর রহমান সবুজকে সাধারণ সম্পাদক করে মহিপুর থানা এবং মোঃ মজিবুর রহমানকে সভাপতি ও তাইফুর রহমান হাসানকে সাধারণ সম্পাদক করে কুয়াকাটা পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন করেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো.হাসান শিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া। তখন থেকেই পদবঞ্চিতরা আর্থিক লেনদেনের বিনিময়ে কমিটি ঘোষণার অভিযোগ করে আসছেন।
Leave a Reply