বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে চরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বেয়ারের ধন নদীর উপর নির্মিত ব্রিজের কোনো সংযোগ সড়ক নেই। আর এ কারণে এটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। এলজিইডি কর্তৃক ৫ বছর আগে নির্মাণ করা হয়েছিল ব্রিজটি। উপজেলা শহরের যোগাযোগের একমাত্র ব্রিজ হলেও দুইপাশে রাস্তার কোনো সংযোগ না থাকার কারণে বর্ষা কিংবা গ্রীষ্মকালে জনগণের গলার কাঁটা।
স্থানীয়রা জানান, ব্রিজটির দুপাশে সুপারির গাছ দিয়ে সাঁকো বানিয়ে চলাচল করছে এলাকাবাসী। বর্ষার মৌসুমে স্কুল শিক্ষার্থীসহ মালামাল পরিবহনে ভোগান্তিতে পড়তে হয়। দুপাশে রাস্তা না থাকায় ব্রিজটি কোনো উপকারে আসছে না।
মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী শেখ আজিমুর রশিদ বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্রিজের দুপাশে মাটি ভরাট করে পথচারীদের চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বলা হয়েছে।
Leave a Reply