সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে নির্বাচনী দ্বন্দ্বে বিজয়ী ইউপি সদস্যদের এক সর্মথককে কুপিয়ে ও পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছন পরাজীত প্রার্থীর দুই ছেলে ও সর্মথকেরা। গতকাল শনিবার বিকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠি গ্রামে এঘটনাটি ঘটেছে। আহত ওই তরুণের নাম মো. সৌরভ সিকদার (২২)।
তিনি কবিরকাঠি গ্রামের মো. হানিফ সিকদারের ছেলে। গুরতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত ২১জুন কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নির্বাচিত হন মো. জলিল হাওলাদার। নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলেন মো. সিদ্দিক মুন্সী। নির্বাচনকে কেন্দ্র করে এ দুই প্রার্থী কর্মী সর্মথকদের মধ্যে বিরোধ চলছিল।
ঘটনার দিন সকালে পরাজিত প্রার্থী মো. সিদ্দিক মুন্সীর দুই ছেলে মো. সুমন (৩২) ও মিঠুর (২৮) সাথে বিজয়ী প্রার্থী মো. জলিল হাওলাদারের ভাতিজা ও সমর্থক মো. সৌরভের সাথে কথা কাটাকাটি হয়। ওই কথা কাটাকাটিকে জের ধরে বিকাল সাড়ে ৫টার দিকে সৌরভের উপর হামলা চালায় সুমন, মিঠুসহ ৪/৫জন। এসময় সৌরভকে কুপিয়ে ও পিটিয়ে দুই পা ভেঙে ফেলা হয়। এছাড়াও মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
আহত সৌরভের বড়ভাই মো. সজিব সিকদার বলেন, তারা নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে আমাদেরকে বিভিন্ন সময় হুমকি আসছে। শনিবার তুচ্ছঘটনাকে কেন্দ্র করে আমার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
এবিষয়ে পরাজিত ইউপি সদস্য প্রার্থী মো. সিদ্দিক সিকদার বলেন, নির্বাচনের কোন বিষয় নেই। পোলাপানে তুচ্ছ বিষয় নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বাউফলে নির্বাচনী দ্বন্দ্বে তরুণের পা ভেঙে দিলেন প্রতিপক্ষরা
পটুয়াখালীর বাউফলে নির্বাচনী দ্বন্দ্বে বিজয়ী ইউপি সদস্যদের এক সর্মথককে কুপিয়ে ও পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছন পরাজীত প্রার্থীর দুই ছেলে ও সর্মথকেরা। গতকাল শনিবার বিকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠি গ্রামে এঘটনাটি ঘটেছে। আহত ওই তরুণের নাম মো. সৌরভ সিকদার (২২)।
তিনি কবিরকাঠি গ্রামের মো. হানিফ সিকদারের ছেলে। গুরতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত ২১জুন কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নির্বাচিত হন মো. জলিল হাওলাদার। নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলেন মো. সিদ্দিক মুন্সী। নির্বাচনকে কেন্দ্র করে এ দুই প্রার্থী কর্মী সর্মথকদের মধ্যে বিরোধ চলছিল।
ঘটনার দিন সকালে পরাজিত প্রার্থী মো. সিদ্দিক মুন্সীর দুই ছেলে মো. সুমন (৩২) ও মিঠুর (২৮) সাথে বিজয়ী প্রার্থী মো. জলিল হাওলাদারের ভাতিজা ও সমর্থক মো. সৌরভের সাথে কথা কাটাকাটি হয়। ওই কথা কাটাকাটিকে জের ধরে বিকাল সাড়ে ৫টার দিকে সৌরভের উপর হামলা চালায় সুমন, মিঠুসহ ৪/৫জন। এসময় সৌরভকে কুপিয়ে ও পিটিয়ে দুই পা ভেঙে ফেলা হয়। এছাড়াও মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
আহত সৌরভের বড়ভাই মো. সজিব সিকদার বলেন, তারা নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে আমাদেরকে বিভিন্ন সময় হুমকি আসছে। শনিবার তুচ্ছঘটনাকে কেন্দ্র করে আমার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
এবিষয়ে পরাজিত ইউপি সদস্য প্রার্থী মো. সিদ্দিক সিকদার বলেন, নির্বাচনের কোন বিষয় নেই। পোলাপানে তুচ্ছ বিষয় নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply