শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর কুয়াকাটায় জোর পূর্বক অন্যের জমি দখল করে বাউন্ডারি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির প্রকৃত মালিক মজিবর রহমান।
অভিযোগে তিনি উল্লেখ করেন, মজিবর রহমান ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে লতাচাপলীর আলীপুর মৌজার বিএস ১৯৯৯ নং খতিয়ানের ৫২৪৯ নং দাগের ২০ শতাংশ জমি ওসান গ্রƒপের কাছ থেকে ক্রয় করেন। তিনি চার বছর যাবৎ ওই জমি ভোগ দখল করে আসছে। কিন্তু বর্তমানে খন্দকার আলী আজমের ও তার প্রতিনিধি জাকির হাওলাদার ওই জমি দখলের পায়তারায় ইট বালু দিয়ে আংশিক বাউন্ডারি করেছে। বাউন্ডারি করার কাজে সে বাধা দিলে তাকে খুন, জখমসহ মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। বর্তমানে মজিবর ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে খন্দকার আলী আজমের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে তার প্রতিনিধি জাকির হাওলাদার জানান, ওখানে আমার নিজের কোন জমি নেই। আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Leave a Reply