রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকীতে গৃহবধূর হাত ও মুখ বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে শুক্রবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টায় তিনি মারা যান।
গৃহবধূ হালিমা আক্তার মীমের (২২) গায়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে শাশুড়ি পিয়ারা বেগমকে (৫২) আটক করেছে পুলিশ। আজ দুপুরে দুমকী সাতানি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে দুমকী নতুনবাজার এলাকায় শাহজাহান দারোগার ভাড়াটিয়া বাসায় দুর্বৃত্তরা হালিমা আক্তারের গায়ে আগুন লাগিয়ে দেয়। এতে মীম এবং তাঁর ছয় মাস বয়সী ছেলে জিসান দগ্ধ হয়। তাদের প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হালিমার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দুমকী থানার ওসি আবুল বাশার বলেন, ‘এ বিষয়ে হালিমা আক্তারের খালু থানায় অভিযোগ করেছেন এবং মামলা করার প্রক্রিয়া চলছে। আমরা হাসপাতালে হালিমার সঙ্গে কথা বলেছি। তারই সূত্র ধরে শাশুড়িকে আটক করেছি এবং জিজ্ঞাসাবাদ করছি।’
Leave a Reply