রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে এক সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি কারও ইঙ্গিতে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন দিতে গড়িমসি করে, তবে জনগণ ঐক্যবদ্ধভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করবে।
ফয়জুল করিম বলেন, “সরকার যদি কমিটির মাধ্যমে পিআর পদ্ধতি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে জনগণ গণভোট বা রেফারেন্ডামের মাধ্যমে ভোট দিতে পারবে। জনগণের অধিকাংশ পিআর পদ্ধতির পক্ষে থাকলে আমরা সেটি দাবি করব, আর না থাকলে দাবির কোনো অর্থ থাকবে না।”
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য নয়, সংস্কার ও বিচারসহ বিভিন্ন দায়িত্বও পালন করতে এসেছে। তিনি বলেন, “দৃশ্যমান সংস্কার ও বিচার না করে শুধু নির্বাচন দিলে আমরা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলব। সরকার যদি তিনটি দায়িত্ব—সংস্কার, বিচার ও নির্বাচন—ঠিকভাবে পালন না করে, তবে জনগণ মনে করবে তারা নিরপেক্ষ নয়।”
ফয়জুল করিম আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন ধরে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে আসছে। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারেও এই দাবির কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বর্তমান জরিপ অনুযায়ী, প্রায় ৮০ শতাংশ জনগণ পিআরের পক্ষে।
তিনি উল্লেখ করেন, পিআর নির্বাচনে সব দল ও আদর্শের মানুষ সংসদে যাবে এবং জাতীয় সরকার কার্যক্ষম হবে। তিনি বলেন, “বিএনপির বক্তব্য অনুযায়ী, পিআর সিস্টেমে ভোট দিলে তারা ৯০ শতাংশ ভোট পেলে ঝামেলামুক্ত সরকার গঠন সম্ভব। সুতরাং, পিআর পদ্ধতি জাতীয় সরকারের জন্য সঠিক বিকল্প।”
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মুফতি আজহারুল করিম আবরার, যুগ্ম মহাসচিব আহমেদ আব্দুল কাইয়ুম ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইমতিয়াজ আলমসহ অনেকে বক্তব্য রাখেন।
ফয়জুল করিমের এই হুঁশিয়ারি সরকারের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে গণ্য করা হচ্ছে।
Leave a Reply