সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইন্সট্রাক্টর (ক্রীড়া প্রশিক্ষক) মো. নূর ইসলামের নারী কেলেঙ্কারির দু’টি অডিও ফাঁসের পর তাকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার (২৮ আগস্ট) সাবেক স্ত্রীকে এসিড মেরে পুড়িয়ে দেয়া ও কেটে টুকরো করে কাবাব বানানোর হুমকি দেয়া এই কর্মকর্তাকে অফিস আদেশের মাধ্যমে শোকজ করা হয়।অফিস আদেশের চিঠি বৃহস্পতিবার (২৯ আগস্ট) হাতে পেয়েছেন নুর ইসলাম। বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত ২২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম চালু থাকলেও অনুপস্থিত ছিলেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর (ক্রীড়া প্রশিক্ষক) মো. নূর ইসলাম। এ সময় তার সাথে কর্তৃপক্ষ ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। তার এই অনুপস্থিতির জন্য কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না এই মর্মে ৭ কর্ম দিবসের মধ্যে কারণ দর্শাতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, প্রশাসনিক শুদ্ধাচার ভঙ্গের কারণেই মো. নূর ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। তবে তা নৈতিক স্খলন নাকি অন্য কোনও কারণে করা হয়েছে সে সম্পর্কে স্পষ্ট তথ্য জানা যায়নি।নারীকে হুমকি প্রদানের কল রেকর্ডিং ফাঁস হবার পরপরই কেন শোকজ করা হলো এ ব্যাপারে জানতে চাইলে এ ব্যাপারে রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তারা আনুষ্ঠানিক কোনও কথা বলতে রাজি হননি।
তবে তারা জানান, বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য নীতি-নৈতিকতার ব্যাপারে সচেতন। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অফিসে অনুপস্থিত থাকলে সাধারণত বেতনের টাকা কেটে নেয়া হয়। নারী হুমকি দেয়ার অডিও ফাঁসের ঘটনা সংবাদ মাধ্যমে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।
Leave a Reply