মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:২৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: দেশে ফিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুফাত ভাই শেখ সেলিমকে সান্তনা দেন।নাতি জায়ানকে হারানোর বেদনায় তখন দুজনই অশ্রুসজল। জানা যায়, জায়ান চৌধুরী শেখ হাসিনার খুব আদরের ছিলেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধায় বিমানবন্দরে বোন শেখ হাসিনার অপেক্ষায় ছিলেন ভাই শেখ সেলিম।এ সময় বোনকে কাছে পেয়ে নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি।
বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বোনের সামনে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাইকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েন।
প্রসঙ্গত, রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং তার নাতি জায়ান চৌধুরী নিহত হন।
Leave a Reply