রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
মোঃআমিন হোসেন (নলছিটি)ঝালকাঠী: দরিদ্র মহিলাদের ৬ মাস মেয়াদী সেলাই প্রশিক্ষন ও সেলাই মেশিন বিতরন ৪র্থ পর্যায়ে কর্মসূচী বাস্তবায়নের জন্য নলছিটিতে সেলাই প্রশিক্ষন উদ্বোধন অনুষ্ঠিত হয়। ১৭ জুন সোমবার সকাল ১০টায় চায়না মাঠ সড়ক এন.এম.এস কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম।
নলছিটি মডেল সোসাইটির চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহার। নলছিটি মডেল সোসাইটির বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনএমএসের নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধা।
পরিশেষে প্রধান অতিথি উক্ত সেলাই প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করেন এবং প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অভাব গ্রস্থ ও দারিদ্র মহিলারা এ প্রশিক্ষন গ্রহন করে সেলাই মেশিন নিয়া প্রতেককে আয় করে স্বাবলম্বী হতে পারবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মোঃ আমির হোসেন।
Leave a Reply