রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
দশমিনা প্রতিনিধি ॥
তালতলী উপজেলার কড়ইবাড়িয়া, সোনাকাটা এবং ছোট বগী ইউনিয়নের ৩৬জন শিশু-কিশোর সোমবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে উপজেলা ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা অংশ গ্রহন করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনসন অ্যান্ড রিসার্চের (সিআইপিআরবি) নির্বাহী পরিচালক একেএম ফজলুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃটিশ আরএনএলআই সংস্থার চেয়ারম্যান স্টুয়ার্ট গুডপ্রে পপাম।
এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃটিশ আরএনএলআই সংস্থার পরিচালক স্টিভেন মিচেল পিকক, এ সংস্থার পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি সদস্য কেথরিন লুইস এয়ার্ডলে, হেড অফ ইন্টারন্যাশনাল প্রোগ্রাম স্টিভ উইলস, সিআইপিআরবির সহযোগী পরিচালক কামরান উল বাসেত এবং তালতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. খলিলুর রহমান প্রমুখ। সিআইপিআরবির মাঠ ব্যবস্থাপক মো. সেকান্দার আলী বলেন, ‘উপকূলের শিশু-কিশোরদের জন্য সাঁতার শেখা জরুরী। সাঁতার জানা বাচ্চারা কখনও পানিতে পড়ে গেলে জীবন বিপন্ন হবেনা। তা ছাড়া এসব বাচ্চারা কেউ পানিতে পড়ে গেলে তাঁদের উদ্ধারকাজে ভূমিকা রাখতে পারবে। সবচেয়ে বড় কথা হলো জীবনের জন্য সাঁতার এক অপরিহার্য বিষয়। এসব চিন্তা করেই আমরা উপকূলের শিশু-কিশোরদের সাঁতার শেখানোর উদ্যোগ নিয়েছি।
Leave a Reply