সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
তালতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে পানিতে ডুবে আঁচলের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হল তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের মধ্যনিন্দ্রার চর গ্রামের দুলাল মিয়ার মেয়ে মারজিয়া (৪) ও নিসানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া গ্রামের বেলাল আকনের ছেলে (৫)।
তারা দুজনে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) এর ভাসা প্রজেক্টের “নিরাপদ শিশু দিবা যত্ন কেন্দ্র” আঁচলের শিশু।
জানা যায়, ভাসা প্রজেক্ট ২০১৭ সাল থেকে তালতলীতে শিশুদের পানিতে ডুবা থেকে রক্ষা করতে “আঁচল ও সাঁতার” কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু মহামারী করোনার কারণে ভাসা প্রজেক্টের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ভাসা প্রজেক্টের আঁচলের আওতায় তালতলীতে ৩ হাজার ২৫০ জন শিশুকে পানিতে ডুবা থেকে রক্ষা করতে নিবির পরিচর্যায় রাখা হত।
আঁচল সুপারভাইজার আলমগীর হাসান জানান, মহামারী করোনার কারণে আমাদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আঁচল কার্যক্রম চালু থাকলে আমরা প্রতি মাসে অভিভাবক সভায় এবং বিভিন্ন ভাবে অভিভাবকদের সচেতন করার চেষ্টা করি যাতে শিশুরা পানিতে ডুবে মারা না যায়।
Leave a Reply