শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ট্রাক চালক আল আমিন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. শাহিন (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত মো. শাহিন (২৮) পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার খলিশাখালী এলাকার মো. সিদ্দিক হাওলাদারের ছেলে।
শুক্রবার (০৭ জুন) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল র্যাব-৮ এর মিডিয়া সেল।
মিডিয়া সেলের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চালক আল আমিন(৩৩) গত ১৭ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে ট্রাকে লোহার রড বোঝাই করে চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়াড় কথা ট্রাকের মালিককে মোবাইল ফোনে জানায়।
এরপর ১৮ এপ্রিল রাত ১১ টার দিকে চালক আল আমিন ট্রাক নিয়ে পটুয়াখালীর বাউফল থানাধীন কালিশুরি পয়েন্টে পৌঁছানোর কথা জানায় ট্রাক মালিককে। তবে ওই মোবাইল কলের আর ট্রাক মালিক ও স্বজনদের কারও সাথে চালক আল আমিনের যোগাযোগ হয়নি।
এদিকে ২০ এপ্রিল পটুয়াখালী জেলার দশমিনা থানাধীন পাতারচর গ্রামের তেতুলিয়া নদী থেকে চালক আল আমিনের বিকৃত মরদেহ উদ্ধার করে। মরদেহ শনাক্তের পর মৃতের মামা মামা মো. সবুজ বাদী হয়ে দশমিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
থানার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে মো. শাহিন (২৮) হত্যা কাণ্ডের ঘটনায় সম্পৃক্ত বলে নিশ্চিত হয়। পরে থানা থেকে আসামি শাহিনকে গ্রেপ্তারের জন্য র্যাব-৮ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচন পত্র প্রেরণ করেন।
যার ধারাবাহিকতায় বরিশাল র্যাব-৮ এর সদর কোম্পানি ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র্যাব-১১ সদর কোম্পানির সহায়তায় নারায়নগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করে। পাশাপাশি ট্রাক সহ ট্রাকে থাকা ১৩ টন রডের মধ্যে ৯ টন ৬৯৩ কেজি রড উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত শাহিনকে পটুয়াখালী জেলার দশমিনা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আর ট্রাক ও ট্রাকে থাকা ১৩ টন লোহার রড গায়েব করে ফেলার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
Leave a Reply