সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে রুবেল খান নামে এক মৌসুমি জেলেকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে সুগন্ধা নদী থেকে মা ইলিশ শিকারের সময় মৌসুমি জেলে রুবেল খানকে আটক করা হয়। অভিযানে বেশ কিছু ইলিশসহ ১৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন মৌসুমি জেলে রুবেল খানকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া জব্দকৃত জালগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।অভিযানের সত্যতা স্বীকার করে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন জানান, নিষেধাজ্ঞার আর মাত্র এক দিন বাকি থাকলেও কিছু অসাধু জেলে নদীতে নেমে ইলিশ শিকার করছিল। এ সময় রুবেল খান নামে এক যুবককে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটক রুবেল খানকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, এনডিসি আহমেদ হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা ও উম্মে কুলসুম রুবি প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply