শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শেরপুরের শ্রীবরদীতে চাচার ধর্ষণে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বার অভিযোগে মামলার প্রধান আসামিকে (৫০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আসামি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম খানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তার আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস আসামিকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের অভিযানের কারণে আসামি মঙ্গলবার সকালে আদালতে আত্মসমর্থন করেন। আদালতের মাধ্যমে তাকে পুলিশ রিমান্ডে এনে ডিএনএসহ পরবর্তী কার্যক্রম সম্পূর্ণ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
১১ সেপ্টেম্বর ওই স্কুলছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply