সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
আগৈলঝাড়ায়,থানা প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় একটি সড়কের বেহাল দশার কারনে সাধারণ লোকজন ও শত শত শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলেই ওই সড়ক দিয়ে কেউ চলাচল করতে পারছে না। এলাকাবাসী সড়কটি পাকা করনের দাবিতে উপজেলা এলজিইডি বিভাগ ও সাবেক গৈলা ইউপি চেয়ারম্যান কাছে লিখিত অভিযোগ দায়ের করা হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।
স্থানীয় জনগণ, শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের নুরু সরদারের বাড়ি থেকে মুকুল সরদারের বাড়ি পর্যন্ত তর্কবাগিশ সড়কটি দিয়ে প্রায় শতবছর ধরে সাধারণ মানুষ যাতায়াত করে আসছিল। গ্রামের শিক্ষা বঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন গৈলা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গৈলা (বেসরকারি) প্রাথমিক বিদ্যালয় ও গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা ওই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করছে। এলাকাবাসী জানান, এই সড়কটি শত বছরের পুরানো সড়ক। এখান দিয়ে এলাকার হাজারও মানুষ যাতায়াত করে করছে। বর্তমানে সড়কের পাশে রয়েছে শহীদ আরিফ সেরনিয়াবাত নিম্ম মাধ্যমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থীসহ সাধারণ লোকজন প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করছেন। তবে কোন ইউপি চেয়ারম্যান সড়কটি পাকা করনের ব্যবস্থা নেয়নি।
গৈলা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. শাহেব আলী সরদার সাংবাদিককে বলেন, সড়কটি ইউনিয়ন পরিষদের শত বছরের পুরানো সড়ক। ওই সড়কে একটু বৃষ্টি হলেই লোকজনসহ শিশু শিক্ষার্থীরা চলাচল করতে পারছে না।
গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম বলেন, সড়কটি অতী পুরাতন গ্রামীন সড়কটি পাকাকরনসহ সাধারণ মানুষের চালাচলে উপযোগি করে তোলার ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, ওই সড়কটির ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক প্রকল্প মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে তার মধ্যে আছে কিনা দেখতে হবে।
Leave a Reply