রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী চার প্রার্থীর মধ্যে সৈয়দা মনিরুন নাহার মেরী, মোঃ হারিছুর রহমান ও মনির হোসেন মিয়ার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করা হয়েছে।
ঋণখেলাপির দায়ে অপরপ্রার্থী মোঃ হাবিবুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
রোববার (০৫ মে) দুপুরে বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই তিনজনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে প্রার্থী মোঃ হাবিবুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply