সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপা পৌরসভার তৃতীয় শ্রেণির কর্মচারীর হাতে ওয়ার্ড কাউন্সিলর লাঞ্ছিত হওয়ার ঘটনায় পৌর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গলাচিপা পৌর ভবনের সিঁড়ির কাছে চায়ের দোকানে। এ ঘটনায় জরুরি বৈঠক ডেকে নিহার রঞ্জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান পৌর মেয়র আহসানুল হক তুহিন।
এদিকে কাউন্সিলরকে লাঞ্ছিত করায় পৌর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক দৃষ্টি রেখেছে বলে জানায়।
প্রত্যক্ষদর্শী ও গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সমির কৃষ্ণ পাল জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গলাচিপা পৌর ভবনের নিচতলায় হিসাবরক্ষণ কর্মকর্তা সবুজ পালের কক্ষে অবস্থান করছিলেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমিপ কৃষ্ণ পাল। এ সময় সিঁড়ির কাছে টি স্টল থেকে সিগারেট জ্বালিয়ে কাউন্সিলর সমির পালের সামনে তৃতীয় শ্রেণির কর্মচারী বাজার পরিদর্শক নিহার রঞ্জন বিকৃতভাবে ধোঁয়া ছেড়ে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। একপর্যায়ে সমির পাল কী হয়েছে? জানতে চাইলে তার ওপর চড়াও হন নিহার। এ সময় কাউন্সিলর সমিরকে লাঞ্ছিত করেন। চিৎকার শুনে তাকে উদ্ধার করে অন্যত্র নিয়ে যান উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা। এর কিছুক্ষণ পরই সমির কৃষ্ণের স্বজনরা এলে নিহার তাদের ওপরও চড়াও হয় বলে তিনি জানান।
এ বিষয়ে নিহার রঞ্জনের কাছে জাতে চাইলে তিনি ব্যস্ত আছেন। পরে এ বিষয় বিস্তারিত বলবেন বলে জানান। গলাচিপা পৌরসভার সচিব মো. সাইফুর রহমান বলেন, কাউন্সিলরের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা লজ্জাজনক। এ ঘটনায় আমরা ব্যথিত, মর্মাহত ও লজ্জিত। ঘটনার সঙ্গে জড়িত নিহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইলিয়াস মাহমুদ বলেন, ঘটনা শুনেছি। এটি দুঃখজনক। মঙ্গলবার সংগঠনের জরুরি বৈঠকে বাজার পরিদর্শক নিহার রঞ্জনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ বিষয় গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন, ঘটনার পরপরই জরুরি বৈঠকে বসে বাজার পরিদর্শক নিহার রঞ্জনকে সাময়িক বরাখাস্তের সুপারিশ করা হয়েছে। পরিবেশ এখন মোটামুটি নিয়ন্ত্রণে।
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশ সতর্ক রয়েছে।
Leave a Reply