শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঠাকুরগাঁওয়ে গভীর রাতে মুখ চেপে ধরে কিশোরী শালিকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুলাভাই সুমনকে (২৪) ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালের দিকে সালন্দর শিংপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সুমন সদর উপজেলার ১২ নং সালন্দর ইউনিয়নের আলীমোড় শিংপাড়া গ্রামের সবুর আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে সালন্দর শিংপাড়ায় দুলাভাই সুমনের বাসায় মেহমান খেতে যান শালি। ১০ তারিখ গভীর রাতে বড় বোন ঘুমিয়ে থাকলে এই সুযোগে মুখ চেপে ধরে কিশোরীকে ধর্ষণ করে দুলাভাই সুমন। এ ঘটনা জানার পর ১২ তারিখে ভুক্তভোগীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান কিশোরীর বাবা।
ভুক্তভোগীর বাবা জানান, আমার ছোট মেয়ে তার দুলাভাই সুমনের বাড়িতে মেহমান খেতে যায়। গভীর রাতে বড় মেয়ের অগোচরে মুখ চেপে ধর্ষণ করেন তার দুলাভাই। তার আমি উপযুক্ত বিচার চাই। যাতে কেউ ভবিষ্যতে এই জঘন্য কাজ করার সাহস না পায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, মামলা হওয়ার পর থেকেই সুমনকে ধরার জন্যে পুলিশ ওত পেতে ছিল। নিজ শালিকে ধর্ষণ মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply