মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
তরিকুল ইসলাম, ববি প্রতিনিধি॥ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে “হাতছানি দেয় সিনেমা” শীর্ষক কর্মশালা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোঃ ছাদেকুল আরেফিন। চলচ্চিত্র বিষয়ক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন “টি-সিনেমা”এর প্রধান সমন্বয়ক জনাব আবীর শ্রেষ্ঠ। আগামীকাল ১৭ই ফেব্রুয়ারি(সোমবার) জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে এই কর্মশালা ও বিভাগ দিবস অনুষ্ঠিত হবে।
আগামীকাল সকাল ১০ঘটিকায় এই কর্মশালার উদ্বোধন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের ডীন ও রেজিস্টার এবং গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান জনাব অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন।
চলচ্চিত্র অনুধাবন বিষয়ক কর্মশালা শেষে বিকাল ৪ ঘটিকায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্্যালির মধ্য দিয়ে বিভাগ দিবসের কার্যক্রম শুরু হবে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের ডিন ও রেজিস্ট্রার ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.মোঃ মুহসিন উদ্দীন।এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব শরীফা উম্মে শিরিনা।
উক্ত অনুষ্ঠানসূচিতে থাকবে আনন্দ র্্যালি, অতিথিদের স্বাগত বক্তব্য, অতিথিদের সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।এ অনুষ্ঠান সম্পর্কে গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব শরীফা উম্মে শিরিনা বলেন-“চলচ্চিত্র বিষয়ে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনের লক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা চলচ্চিত্র অনুধাবন করা শিখতে পারবে ।
এই বিভাগ দিবস উদযাপন শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে অনুপ্রাণিত করতে সচেষ্ট হবে।পরবর্তীতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন সময়ে সেমিনার,কর্মশালা,ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন ।
Leave a Reply