রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
কুয়াকাটা প্রতিনিধি॥ ফিস ফ্রাই মার্কেটের ‘বেল্লাল ফ্রাই’ নামের একটি দোকানে মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে কাঁকড়াটি দেখা যায়।
দোকানী বেল্লাল জানান, কাঁকড়াটি গভীর সমুদ্র থেকে আসা একজন জেলের কাছ থেকে ৮০০ টাকায় কিনেছি, এর ওজন ১ কেজি। এখন দোকানে নিয়ে আসলাম। পর্যটকদের পছন্দ হলে ফ্রাই করে নিতে পারে বা কেউ এভাবেও নিতে পারে। এগুলো বছরের মধ্যে দু’একটি পাওয়া যায় তবে তাও শীতের মৌসুমে, এ বছরে এই প্রথম পেলাম। এই কাঁকড়া খেতে অনেক সুস্বাদু।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই সামুদ্রিক কাঁকড়াটির নাম নীল মান্না কাঁকড়া। তবে এটি পোর্টুনাস পেলাজিকাস ফুল কাঁকড়া, নীল কাঁকড়া, নীল সাঁতারু কাঁকড়া ও বালি কাঁকড়া নামেও পরিচিত। একেক এলাকার মানুষ একেক নামে চেনে। এটি কক্সবাজারসহ ওই অঞ্চলে দেখা মিললেও এই অঞ্চলে তেমন দেখা যায় না। বর্তমানে শীত মৌসুম হওয়ার দু-একটা আসার সম্ভাবনা রয়েছে। এগুলো দেড় কেজি পরিমাণ হয়ে থাকে।
Leave a Reply