বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি॥কলাপাড়া উপজেলা মহিপুর থানার আলীপুর বন্দরের কে,আর ফ্যাশন ন্যাশনাল লিঃ ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আত্মসাতকারি ৬ জনের বিরুদ্ধে কেয়ারটেকার ফারুক হোসেন একটি মামলা দায়ের করেছে। মামলা সুত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী মৌজার ৯৬৪ নং খতিয়ানের রেকর্ডীয় মোঃ কুদ্দুস ফরাজি তার ভাইদের নিয়ে ২০১২ সালের সেপ্টেম্বর ২৯ তারিখ ১৩.৭৪ একর ভুমি বিক্রি করার প্রস্তাব দিয়ে বিভিন্ন তারিখে বায়নাপত্র দলিল সম্পাদন করে অগ্রিম ২৮ লাখ টাকা গ্রহন করেন। দীর্ঘ ৮ বছর যাবৎ সাব কবলা দলিল সম্পাদন না করায় কোম্পানির কেয়ারটেকার মোঃ ফারুক হোসেন মঙ্গলবার বাদী হয়ে আত্মসাতকারি মোঃ কুদ্দুস ফরাজি (৫২), মোঃ সিদ্দিক ফরাজি (৪২), মোঃ ইউনুছ আলী ফরাজি(৫, রুহুল আমিন (৪০),
বনি আমিন পরাজি(২৮), লাইলী বেগমকে আসামী করে কলাপড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি পেয়ে অফিসার ইনচার্জ মহিপুর থানাকে ৪০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেছেন। বাদী পক্ষে মামলাটি ফাইলিং করেন আইনজীবী নাথুরাম ভৌমিক। অপর দিকে অভিযুক্ত মোঃ কুদ্দুস ফরাজির মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফারুক হোসেনের দায়ের কৃত মামলার অভিযোগ ভিত্তিহীন টাকা দেনদেনের ৮ বছর পর আমাদেরকে হয়রানী করার জন্য মিথ্যে অভিযোগ করেছেন।
Leave a Reply