রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচার করার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় ভাংচুর করা হয় প্রচারের গাড়ি ও মাইক। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লা এ হামলার জন্য নৌকা প্রতিকের প্রার্থীর কর্মীদের দায়ী করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় এ হামলায় মুক্তিযোদ্ধা শাহ আলম সরদার ও শাহানাজ বেগম গুরুতর আহত হয়। এছাড়া আরও চারজন আহত হয় বলে দাবি করা হয়েছে। এর মধ্যে দুই জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক রেজা তালুকদার, সুমন মল্লিক,সাদ্দাম, নিজাম ঢালীসহ অন্তত অর্ধশত সমর্থক স্বতন্ত্র প্রার্থীও প্রচার কাজ নস্যাৎ করে দেয়। মারধর করে সমর্থকদের।
বুধবার দুপুরে কলাপাড়া থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন আনারস প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লা। তার অভিযোগ নৌকা প্রতিকের হাতুড়ি বাহিনীর সদস্যরা গত ৭ডিসেম্বর থেকে গোটা টিয়াখালীতে সন্ত্রাসী কর্মকান্ড করে ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করছে। প্রকাশ্যে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে।
কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামীলীগ প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু জানান, নির্বাচনে পরাজয় জেনে আনারস প্রতিকের প্রার্থী তার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। তার কোন কর্মী এ হামলায় জড়িত নয় এবং কোন বাহিনী নেই।
উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান জানান, শাহালম সরদার নামে কোন মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনা তারা জানেন না।
Leave a Reply