সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া ও কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রের জীববৈচিত্র সংরক্ষণ ও দায়িত্বশীল নিরাপদ মৎস্য আহরণ আচরণবিধি অনুশীলন শীর্ষক তিনদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়ার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সমুদ্রগামী ট্রলার মাঝিদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।
ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও ইকোফিস-২ প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কুয়াকাটা নৌ পুলিশের এএসআই কামরুজ্জামান, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু প্রমুখ।
কুয়াকাটা টোয়াক এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এর সভাপতিত্ব সভার শুরুতে সামুদ্রিক জীববৈচিত্র ধ্বংসের ক্ষতিকর বিষয় পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন ইকোফিস পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি।
অনুষ্ঠানে ৬৫ দিনের অবরোধ চলাকালীন জেলেদের সমুদ্রে মাছ শিকার বন্ধ রাখা এবং সমুদ্রের বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ শিকার রোধে তাদের সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানে ৩০জন সমুদ্রগামী ট্রলার মাঝি অংশ নেয়।
Leave a Reply