রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় পাঁচ বছরের শিশু পুত্রকে কীটনাশক খাইয়ে আত্মহত্যার চেস্টা করেছে পিতা। রোববার রাতে কুয়াকাটা পৌর শহরের হোসেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে আবু বকর সিদ্দিক (২৮) ও শিশু জুনায়েদকে (৫) প্রথমে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, বর্তমানে দুজনই সুস্থ্য রয়েছে তবে আশংকামুক্ত নয়।
আবু বকর সিদ্দিকের শ্বাশুড়ী সেতারা বেগম জানান, তার মেয়ে রিনা বেগম অন্তঃসত্বা হওয়ায় সে নাতি জুনায়েদকে নিয়ে মহিপুরের তাদের বাসায় থাকতো। পেশায় শ্রমিক জামাতা আবু বকর সিদ্দিকও কয়েকদিন ধরে মানসিকভাবে অসুস্থ্য। রোববার সন্ধার পর শিশু জুনায়েদকে নিয়ে ঔষধ ক্রয়ের জন্য সে বাসা থেকে বের হয়। রাতে এলাকাবাসীর কাছে খবর পান কুয়াকাটার হোসেনপাড়া গ্রামে তার বাড়ির সড়কে দুজনই কীটনাশক খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। পারিবারিক কোন কলহ না থাকলেও কী কারনে সে শিশু সন্তানকে নিয়ে কীটনাশক খেয়েছে সেটি জানেন না বলে জানান। তবে কিছুদিন ধরে আবু বকর মানসিকভাবে অসুস্থ্য বলে জানান। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসাকরা জানান, ওয়াশ করে দুজনের পাকস্থলী থেকেই কীটনাশক জাতীয় পদার্থ বের করা হয়েছে। তাদের এখন চিকিৎসা চলছে। তবে বর্তমানে পিতা-পুত্র দুজই সুস্থ রয়েছে।
এলাকাবাসী জানান, কুয়াকাটার একটি ঔষধের দোকান থেকে ফসলের ক্ষেতে পোকা মারার সিবোরিন নামক কীটনাশক কিনেন আবু বকর। ওই কীটনাশকই শিশুকে খাইয়ে আবু বকর খায়। ঘটনাস্থলে ওই ঔষধের বোতলটি পাওয়া গেছে।
কলাপাড়া থানার ওসি(তদন্ত) আসাদুর রহমান জানান, পিতা-পুত্র কীটনাশক পানের খবর পেয়ে ওই রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। শিশু ও তার পিতা বর্তমানে কিছুটা সুস্থ্য রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনী পদক্ষেপ নেয়া হবে বলে জানান।
Leave a Reply