রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কোভিড-১৯ পরবর্তী বাল্যবিবাহ পরিস্থিতি পর্যবেক্ষণ ফলাফল উপস্থাপন ও প্রতিরোধে করণীয় নির্ধারণ শীর্ষক এ্যাডভোকেসি সভা বুধবার সকাল ১০ টায় কলাপাড়া অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কেয়ার বাংলাদেশ ও ইউএনএফপিএর সহযোগিতায় উন্নয়ন সংস্থা আভাস এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মাননু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া থানার ওসি মোঃ জসীম। অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস, অন স্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা ইদ্রিস আলম, ওয়ার্ল্ড কনসার্ণ কলাপাড়ার সমন্বয়কারী জেমস রাজীব বিশ^াস, শিক্ষক সালমা কবির প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক হাসিনা পারভিন।
সভায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বাল্যবিয়ে বন্ধ, বখাটেপনা বন্ধ করা, কোভিডকালীন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান, বিদ্যালয়ে যাওয়া-আসার পথ বখাটেমুক্ত করাসহ তাঁদের বিভিন্ন প্রত্যাশা তুলে ধরেন।
Leave a Reply