মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় ছুরিকাঘাতে নাছরিন সুলতানা (৩২) নামের এক কলেজ শিক্ষিকা গুরুতর জখম হয়েছেন। বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে পৌর শহরের রহমতপুর তার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কালাপাড়া হাসাপাতালে ভর্তি করে। অবস্থা সংকটপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাছরিন সুলতানা বাসার সামনে রাস্তায় বের হলে একদল মুখোশধারী চাকু দিয়ে তার ঘাড়ে আঘাত করে। এতে তিনি মারাত্মক জখম হন।আহত শিক্ষিকা উপজেলার কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের জীববিজ্ঞানের প্রভাষক বলে জানা গেছে।কলাপাড়া হাসাপাতালে চিকিৎসক শংকর কুমার পাল জানান, ওই শিক্ষিকাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল রেফার করা হয়েছে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছিলাম। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার হবে।
Leave a Reply