রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
আরিফ বিল্লাহ নাছিম,কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি: উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমানের নির্দেশনায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসার অষ্টম শ্রেণির ওই ছাত্রী। বুধবার দুপুরে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের দুলাল চৌকিদারের মেয়ে নয়াপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছাবিনার বিয়ের আয়োজন চলছিল। এ খবরটি বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস এর সিএএসআর প্রকল্পের স্পন্সরশীপ অফিসার মোঃ আরিফুল ইসলাম জানতে পারেন।
তিনি বিষয়টি ইউএনওকে জানান। ইউএনও তাৎক্ষণিক লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস তপনকে বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দেন। তপন বিশ্বাস দুই ইউপি সদস্য ও চৌকিদারসহ ছাবিনার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করেন। আইনের নির্দেশনা সম্পর্কে অবগত করান। এসময় সাবিনার বাবা দুলাল চৌকিদারের কাছ থেকে মুচলেকা আদায় করে বিয়ে বন্ধ করে দেন।
Leave a Reply