বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে করোনা ভাইরাস সক্রোমণ রোধে জনগণকে সরকার কর্তৃক নির্দেশনা মানতে এবং তার বাস্তবায়নে প্রশাসন ক্রমশ কঠোর হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্যও রয়েছে নির্দেশনা। এমন পরিস্থিতিতে সবচাইতে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী, নিম্ন মধ্যবিত্ত, লেবার শ্রেণি ও উদ্বাস্তু মানুষ। মূলত যারা দিন আনে দিন খায়। ইতিমধ্যে সারা দেশের ন্যায় পাবনার চাটমোহর উপজেলায় এসকল দুস্থদের জন্য সরকারিভাবে যে পরিমাণ ত্রাণ সহায়তা এসেছিল তা বণ্টন করেছে উপজেলা প্রশাসন। তবে এই ত্রাণ বণ্টনে বিস্তর অভিযোগ গ্রামের সাধারণ গরিব, অসহায় মানুষদের। যাদের প্রকৃতভাবেই এই ত্রাণ পাওয়ার কথা তাদের না দিয়ে জনপ্রতিনিধিরা সামর্থবানদের দিচ্ছেন এমন অভিযোগ অনেক।
পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বৃদ্ধা বিমলা রানী চূর্ণকার (৯০) এর সাথে কথা হলে তিনি বলেন, ক’দিন হলো অনাহারে অর্ধহারে রইছি। খাবারের জন্য বাইরে বের হলেই সবাই খালি ঘরে থাকপের কয়, কেউ খাবার দেয় না। ছেলেও আর ভাত দিতে চায় না। তালি কি আমি না খায়া মরবো।
উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নে প্রশাসন কর্তৃক লকডাউন করা কাটাখালী উত্তরপাড়া গ্রামের মৃত শাহাদত হোসেনের স্ত্রী মমতাজ বেগম জানান, স্বামী মারা গেছে তিন মাস আগে। দুই মেয়ে নিয়ে আজ কতগুলো দিন অনাহারে অর্ধহারে রয়েছি। কেউ কোনো খোঁজ খবর নিল না। এই লকডাউন গ্রামে সরকারি কতো সহায়তা আসলো কেউ এক ছটাক চালও দিল না।
Leave a Reply