শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টু হত্যার ৩৫ দিন অতিবাহিত হলেও হত্যাকান্ডের মূল আসামীরা এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় জল্লা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ প্রতি মঙ্গল ও শুক্রবার বিকেলে স্থানীয় কারফা বাজারে লাগাতার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাচ্ছে।
গত শুক্রবার বিকেলে কয়েক শ’ নারী-পুরুষের উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে মূল আসামীদের গ্রেফতারপূর্বক প্রশাসনের কাছে অচিরে এই নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অব: উপ সচিব ননী গোপাল বিশ্বাস, অব: সহ-কৃষি কর্মকর্তা সুভাষ বিশ্বাস, ডা. মিজানুর রহমান, প্রভাষক বঙ্কিম রায়, শিক্ষক স্বদেশ কুমার বিশ্বাস, আওয়ামীলীগ নেতা সমীর মজুমদার, সাবেক ইউপি সদস্য বেলা রানী জয়ধর, যুবলীগ নেতা সুমন সিকদার, মিজানুর রহমান সুমন প্রমুখ। হত্যাকান্ডে জড়িত মূল হোতাসহ ২১ আসামী এখনও ধরাতে পরে নাই পুলিশ। ওই ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ নান্টু হত্যাকান্ডের বিচারের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
Leave a Reply