সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুটি ইউনিয়নের ২০টি কেন্দ্রে আজ সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। এ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে নারী পুরুষ সকলেই ভোটে অংশগ্রহণ করে। ব্যতিক্রম ছিল জয়কুল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের একটি কেন্দ্র। যে জায়গায় অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে ভোটগ্রহণ করা হয়।তবে ভোটারদের কোন অভিযোগ ছিল না ভোট শান্তিপূর্ণ হওয়ার কারণে।
নির্বাচনে কাউখালী ৩ নং সদর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে ৪০৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইসাইকেল মার্কা নিয়ে নুরুল আমিন পেয়েছেন ৩৯১২ভোট। আর কাউখালী ২ নং আমড়াজুড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৩৩০৯ ভোট পেয়ে জাহাঙ্গীর মুন্সি বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাস্তে মার্কা নিয়ে কৃষ্ণলাল গুহ পেয়েছেন ১৩৯১ ভোট।
এদিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন কাউখালী উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি।
Leave a Reply