শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের আদালত থেকে হত্যা মামলার এক আসামী পালিয়েছে। গতকাল সোমবার দুপুর পৌনে বারটার দিকে গারদ থেকে এজলাসে নেওয়ার সময় আদালত থেকে সে পালিয়ে যায়। পলাতক আমানউল্লাহ খান (১৮) পিরোজপুরের কাউখালী উপজেলার নাঙ্গুলি গ্রামের ইউনুস খানের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, এ বছরের ২৬ আগস্ট জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে কাউখালী উপজেলার নাঙ্গুলী গ্রামে আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাহাফুজুর রহমান নিহত হয়। এ ঘটনায় পরের দিন নিহতের ভাই আল আমীন বাদী হয়ে কাউখালী থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং ৪ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরের মাসের ২ তারিখ পুলিশ আমানউল্লাহকে গ্রেফতার করে এবং সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়ে হত্যার সাথে তার সংশ্লিষ্টতা স্বীকার করে। তবে ঘটনার বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply