রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় মুক্তিযোদ্ধাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামের মুক্তিযোদ্ধা মকবুল ফকিরের ছেলে শরীফ ফকির ও তার বন্ধু শরীফ সিকদারকে নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় একই এলাকার দিপক সমদ্দার, তার বন্ধু কবির সরদার ও বাবুল খন্দকারকে মাদক সেবন করতে দেখে বাধাঁ দেয় তারা। মাদক সেবনে বাধাঁ দেয়া মাদকসেবনকারীরা মুক্তিযোদ্ধার ছেলে শরীফ ফকির (২২) কে মারধর করে আহত করে।এসময় শরীফ ফকিরের পিতা মুক্তিযোদ্ধা মকবুল ফকির (৭৫) মারধরের কথা জিজ্ঞাসা করতে গেলে তাকেও মারধর করে আহত মাদক সেবনকারীরা।এ সময় স্থানীয়রা মুক্তিযোদ্ধা মকবুল ফকিরকে আহত অবস্থায় উদ্ধার করে ওই রাতেই উপজেলা হাসপাতালে ভর্তি করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে
।
Leave a Reply